নোলক’-এর জন্য দর্শক প্রশংসায় ভাসছেন ববি

0
950

খবর৭১ঃএবারের ঈদে সাকিব সনেট পরিচালিত ‘নোলক’ ছবিটি রাজধানীর বসুন্ধরা সিটি, ব্লকবাস্টার সিনেমাস, অভিসার, জোনাকী, আনন্দসহ দেশের ৭৭টি সিনেমা হলে মুক্তি পায়। এ ছবিটি দেখতে দর্শকরা প্রথম দিন থেকেই ভীড় করছে। বিশেষ করে দর্শকরা ছবিটি দেখার পর ববির অভিনয়ের বেশ প্রশংসা করেছেন। অভিসারে প্রথম দিনের প্রথম শো শেষে রহিম নামের এক দর্শকের সাথে কথা হলে তিনি বলেন, ‘নোলক’ ছবির গান, কাহিনী ও ববি আপার অভিনয় আমার খুব ভালো লেগেছে। পুরো ছবিটি দেখতে দেখতে কখনো হেসেছি, কখনো কান্না করতে হয়েছে। পুরো ছবিটা মনোযোগ দিয়ে দেখলে সবার চোখেই পানি আসবে। বিশেষ করে ববি আপার অভিনয় আমার ভালো লেগেছে। এদিকে রাবেয়া নামের এক মহিলা দর্শক আজ সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নোলক’ ছবিটি দেখেন। সিনেমা হল থেকে বের হবার পর তিনি বলেন, এ ছবির শুরুটা এবং শেষটা আমার কাছে দারুণ লেগেছে। ওমর সানি, মৌসুমী, ববি, শাকিব খানসহ সকলে দারুণ অভিনয় করেছেন।

বিশেষ করে ববি আপার অভিনয় অন্য সব ছবির চেয়ে এ ছবিতে বেশি ভালোলেগেছে। তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। ছবিটি পরিবার নিয়ে দেখার মত ছবি। এদিকে ছবির পরিচালক সাকিব সনেট বলেন, আমাদের ‘নোলক’ এর শো সামনে বাড়বে বলে আশা করছি। সকলে ছবিটি আরো বেশি শোতে দেখার জন্য অপেক্ষা করছে। দর্শকরা বিশেষ করে আরো বেশি শো চাইছেন রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টারে। ছবিটি মুক্তি দেবার পর থেকে আমি ভালো সাড়া পাচ্ছি। ববি বলেন, একজন দর্শক যখন সিনেমা হল থেকে বের হয়ে সেই ছবির অভিনেতা কিংবা অভিনেত্রীর প্রশংসা করেন তখন আর কি-বা চাওয়ার থাকে। ‘নোলক’ মুক্তির পর থেকে আমি বেশ সাড়া পাচ্ছি। যারা এখনো ছবিটি দেখেননি তাদেরকে এমন মৌলিক গল্পের ছবিটি দেখার জন্য অনুরোধ করছি। ফেরারী ফরহাদের লেখা চিত্রনাট্যে ‘নোলক’ ছবিতে শাকিব খান, ববি, ওমর সানি, মৌসুমী ছাড়াও শহীদুল আলম সাচ্চু, রজতাভ দত্তসহ আরো অনেকে অভিনয় করেছেন। ছবিটি প্রযোজনা করেছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here