যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট সিটিতে এক বাংলাদেশীকে গুলি করে হত্যা

0
488

খবর৭১ঃ শুক্রবার (২৪ মে) রাতে তারাবির নামাজ পড়ে ট্যাক্সি ক্যাব নিয়ে বাসায় ফেরার পথে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট সিটিতে জয়নুল ইসলাম নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জয়নুলের বাড়ি মৌলভীবাজার জেলার অন্তর্গত বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের কাজীবন্ধ গ্রামে। তিনি কয়েক বছর যাবত মিশিগানের ডেট্রয়েট সিটিতে স্ত্রী ও সন্তানসহ বসবাস করে আসছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন সবশেষ রাত ১২টার দিকে পরিবারের সঙ্গে কথা বলেন জয়নুল। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। রাত আনুমানিক দেড়টা থেকে ৩টার মধ্যে ট্যাক্সি ক্যাব চালানো অবস্থায় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা পরিবারের।
অন্যদিকে ডেট্রয়েট পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। তবে এ ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীকে শনাক্ত করার জোর প্রচেষ্টা চলছে বলেও জানিয়েছে তারা।

এদিকে জয়নুলের নামাজে জানাজা স্থানীয় সময় রবিবার বাদ জোহর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটিতে অবস্থিত মসজিদুন নূরে জানাজা অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here