ঝিনাইদহে শিশু ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

0
364

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে শিশু ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এ দন্ডাদেশ প্রদাণ করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৩০ জুলাই দুপুরে মহেশপুর উপজেলার লক্ষীপুর গ্রামের মান্নান হোসেনের ছেলে তারিকুল ইসলাম প্রতিবেশী নার্সারী পড়–য়া এক শিশু কণ্যাকে বাড়ির পাশে বাশ বাগানে নিয়ে ধর্ষন করে।
এ ঘটনায় পরদিন নির্যাতিতার পিতা বাদি হয়ে তারিকুল ইসলামকে আসামী করে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করে। ওই বছরের ২২ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগ চার্জশীট দাখিল করে।
দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ তারিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড প্রদাণ করেন বিচারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here