১৭ মে থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

0
337

খবর৭১ঃ ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মে (শুক্রবার) শুরু হচ্ছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার পাশাপাশি চাহিদা অনুযায়ী বিভিন্ন রুটে নতুন বাস নামানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

রমেশ চন্দ্র ঘোষ জানান, টিকিট বিক্রি মনিটরিং করা হবে। কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে সেজন্য দূরত্ব অনুযায়ী ভাড়ার চার্ট টাঙিয়ে দিতে বলা হয়েছে বাস কোম্পানিগুলোকে। কেউ যদি নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেন প্রমাণ সাপেক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here