ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৭০

0
292

খবর ৭১ঃ ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে শরণার্থীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও ১৬ জনকে ।
নৌকাডুবির খবর জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ।
ইউএনএইচসিআর জানায়, বৃহস্পতিবার লিবিয়ার জুয়ারা থেকে অভিবাসীদের নৌকাটি রওনা হয়। কিন্তু ধারণ ক্ষমতার বেশি শরণার্থীবাহী নৌকাটি শক্তিশালী ঢেউয়ের কবলে পড়ে তিউনিশিয়া উপকূলেই ডুবে যায়। নৌকার আরোহীদের অধিকাংশই আফ্রিকার সাহার অঞ্চলের অধিবাসী। ঘটনার সময় তিউনিশিয়ার নৌবাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে জীবিতদের উদ্ধার করেছে।
জানা যায়, ভূমধ্যসাগরের জলপথে ইউরোপে যাওয়ার পথে লিবিয়া উপকূলে এ ধরনের নৌকা ডুবে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে। সাম্প্রতিক সময়ে লিবিয়ার নিরাপত্তা বাহিনীকে অভিবাসীদের ঠেকানোর কাজে ব্যবহার করছে ইটালি। এ কারণে ২০১৭ সালের মধ্যভাগ থেকেই লিবিয়া উপকূল থেকে ইউরোপে অভিবাসীদের নৌযাত্রা কমছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বরাবরই ইটালির এই পদক্ষেপের সমালোচনা করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here