খবর৭১ঃমিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে দূর্ঘটনায় পড়া বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজের আহত ১২ যাত্রী ও কেবিন ক্রুকে রাতেই দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ইতিমধ্যে যাত্রীদেরকে বিমানে তোলা হয়েছে বলে জানা গেছে।
বিমানের পক্ষ থেকে জানানো হয়, আহত ১২ জনের মধ্যে ৫ জনকে হুইল চেয়ার ও ৭ জনকে বিশেষ মেডিকেল সাপোর্টসহ স্ট্রেচারে করে দেশে আনা হবে। আনুমানিক রাত পৌনে ১১টার দিকে ঢাকায় পৌঁছবে বলে জানা গেছে।
এছাড়া আহত ক্রু ফারজানার অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় তাকে বিশেষ অ্যাম্বুলেন্স, ডাক্তার ও নার্সসহ বিমানে তোলা হবে।
আহতদের দেশে আনতে বিকাল ৩টার দিকে বিমানের একটি বিশেষ ফ্লাইট ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওনা হয়। ইয়াঙ্গুন বিমানবন্দরে পৌঁছায় বিকাল ৫ টার পর।
প্রসঙ্গত বুধবার সন্ধ্যায় মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ সময় বিমানে থাকা পাইলট কেবিন ক্রুসহ ৩৫ জন আহত হন।
দূর্ঘটনার বিষয়ে বিমানের পাইলট শামীম নজরুল জানান, ড্যাশ-৮ উড়োজাহাজটি নিরাপদেই অবতরণ করেছিল। তবে হঠাৎ ঝড়ের কবলে পড়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে যায়। তাৎক্ষণিক ইঞ্জিন বন্ধ করে দেয়ায় বড় দূর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পান।