লন্ডনে তারাবির নামাজের সময় মসজিদে গুলি

0
386

খবর৭১ঃ যুক্তরাজ্যের পূর্ব লন্ড‌নে ইল‌ফো‌র্ডের সে‌ভেন কিংস মস‌জি‌দে তারাবির নামাজের সময় গু‌লির ঘটনা ঘ‌টে‌ছে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বৃহস্প‌তিবার (৯ মে) স্থানীয় সময় রাত ১১টার (বাংলাদেশ সময় ভোর ৪টা) দি‌কে বাংলা‌দেশি অধ্যু‌ষিত ওই এলাকাটি এ ঘটনা ঘটে।

এ ঘটনার পরপরই মসজিদটি বন্ধ করে দেয়া হয়। এলাকাজু‌ড়ে বিপুল সংখ্যক পু‌লিশ মোতায়েন করা হয়েছে।

পু‌লিশ ধারণা কর‌ছে, ঘটনা‌টির সঙ্গে জ‌ঙ্গি কিংবা সন্ত্রাসী হামলার কোনও সম্পৃক্ততা নেই।

লন্ড‌নের মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শে‌র একজন মুখপাত্র জা‌নি‌য়ে‌ছেন, গুলির ঘটনার পর স্থানীয় মুসলিমদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোস্যাল মিডিয়ায় ঘটনাটি ভাইরাল হয়।

এই গুলির ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খুঁজে বের করতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here