খবর৭১ঃ চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যু ও কারাবন্দি ও অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কর্মসূচি নিয়ে যৌথসভায় বসতে যাচ্ছে বিএনপি।
বৃহস্পতিবার (৯ মে) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন।
যৌথ সভায় উপস্থিত থাকবেন দলের যুগ্ম মহাসচিব ও সম্পাদকমণ্ডলীর সদস্যরা। এছাড়া অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সভাপতি ও সাধারণ সম্পাদকরাও উপস্থিত থাকবেন।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন এ তথ্য জানিয়েছেন। যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে ব্রিফ করবেন বলেও তিনি জানান।