খবর৭১ঃসম্প্রতি সোশাল মিডিয়ায় ছেলে আব্রামের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন গৌরি খান। ছবিতে দেখা গেছে, সারিবদ্ধ গাছ আর সবুজের সমারোহে ঘাসের ওপর কোনো চাদর বা পাটি না বিছিয়েই ছেলে আব্রামকে কোলে নিয়ে বসে আছেন গৌরি খান। তাদের সঙ্গে রয়েছে আরও দুই শিশু।
আর সে দুই শিশু বলি পরিচালক করণ জোহরের। তাদের একজনের নাম রুহী এবং অন্যজন জশ।
রোববার ছবিটি পোস্ট করে এর ক্যাপশনে গৌরি ইমোজি সহযোগে লিখেছেন, ‘তিন সৈন্যর সঙ্গে সময় কাটাচ্ছি।’
আর সে ছবিতে শাহরুখ মন্তব্য করেছেন, মা তোমাকে সালাম জানাচ্ছি।
শাহরুখের এমন মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে পোস্টটি।
ছবিটিতে ইতিমধ্যে ৩১ হাজার লাইক জমা পড়েছে।
মূলত গৌরিখানের মাতৃত্বকে প্রকাশ করেছেন কিং খান। তার এই মা সুলভ আচরণকে স্যালুট জানিয়েছেন তিনি। সন্তানের প্রতি গৌরীর দায়িত্ব পালনকে সাধুবাদ জানিয়েছেন শাহরুখ।
আর শাহরুখের এমন কমেন্ট উপভোগ করেছেন এই যুগলের ভক্ত-অনুরাগীরা।
গৌরি খানের ভাইরাল সেই ছবিটি। সংগৃহীত: ফেসবুক
দীর্ঘদিন প্রেমের পর নানা প্রতিকূলতার মধ্যেও ১৯৯১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহরুখ খান ও গৌরী। বর্তমানে এ যুগলের তিন সন্তান রয়েছে। তারা হলো- আরিয়া, সুহানা ও আব্রাম খান।
এই মুহূর্তে আরিয়ান সিনেমা ও টিভি কোর্স নিয়ে পড়াশোনা করছেন। ক্যামেরার পেছনে অর্থাৎ সিনেমা তৈরিতে আগ্রহী আরিয়া।কিন্তু সুহানার চাওয়া অন্যটি। অভিনয়ে ব্যাপক আগ্রহ তার। সেজন্য নিজেকে প্রস্তুতও করছেন।
তবে শাহরুখ জানিয়েছেন, স্নাতক স্তরে পড়াশোনা শেষ করার পরই, সুহানা সিনেমা-জগৎ নিয়ে ভাববে।