আরও একটি রেকর্ডের সামনে সাকিব

0
369

খবর৭১ঃএকটা সময়ে বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। নিম্নমুখী পারফরম্যান্সের দরুণ ক্রিকেটের তিন সংস্করণে বিশ্বসেরার সেই তালিকায় সাকিবের অবস্থান এখন নম্বর দুইয়ে।

বাংলাদেশ সেরা এই অলরাউন্ডার ত্রিদেশীয় সিরিজের আগে আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন।

আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে আর মাত্র ৩ উইকেট শিকার করলেই ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সময়ে ৫০০০ রান সংগ্রহের পাশাপাশি ও ২৫০ উইকেট শিকারের রেকর্ড গড়বেন তিনি।

সাকিবের আগে এই তালিকায় আছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও শ্রীলঙ্কান অলরাউন্ডার সনাথ জয়সুরিয়া।

ওয়েস্ট ইন্ডিজ এবং আইরিশদের বিপক্ষে তিন উইকেট শিকার করলে বিশ্বের পঞ্চম অলরাউন্ডার হিসেবে এই ক্লাবের সদস্য হবেন সাকিব।

ওয়ানডে ক্রিকেটে ইতিমধ্যে ব্যাট হাতে ৫৫৭৭ রান এবং বল হাতে ২৪৭ উইকেট শিকার করেছেন সাকিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here