গীর্জার যাজকের দেয়া পানি পান করে ২৭ জনের মৃত্যু

0
281

খবর৭১ঃ জাম্বিয়ার একটি গীর্জার যাজকের দেয়া পানি পান করে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অন্তত ১৮ জন।

রবিবার (২৮ এপ্রিল) জাম্বিয়ার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

জিম্বাবুয়ে অবজারভারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অশুভ শক্তিকে পরাস্ত করার জন্য একটি গ্রামের প্রায় অর্ধশত মানুষ গীর্জার যাজকের দ্বারস্থ হয়েছিলেন। এ সময় ওই যাজক স্থানীয় এই বাসিন্দাদের ‘পবিত্র পানি’ দেন।

গ্রামবাসীর অনেকে সেই পানি গীর্জায় পান করেন আবার কেউ কেউ বাড়িতে নিয়ে যান। কিন্তু যাজকের দেয়া পানি পান করার পর অসুস্থ হয়ে পড়েন অনেকেই। তাদেরকে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জনের মৃত্যু হয়।

এছাড়া স্থানীয় বিভিন্ন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন আরো ১৮ জন। গ্রামের বাসিন্দারা বলছেন, যাজক গীর্জার সদস্যদের বলেন যে, এই পানি পান করলে তারা সব ধরনের অশুভ শক্তি থেকে দূরে থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here