খবর৭১ঃ বাকি একশ এগারটি অধিভুক্ত কলেজের মতোই পরিচালিত হবে ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজ। উপাচার্যের এমন আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত রাখার ঘোষণা দিয়েছে অধিভুক্ত বাতিলের দাবিতে আন্দোলনরত ঢাবির সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২৯ এপ্রিল) অধিভুক্ত সাত কলেজ বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে স্মারকলিপি প্রদানের পর তিনি এমন আশ্বাস দিয়েছেন বলে জানান আন্দোলনকারীদের মুখপাত্র আহমেদ শরীফ তায়িফ।
তিনি বলেন, ‘উপাচার্য আমাদের কয়েকটি বিষয়ে আশ্বাস দিয়েছেন, বাকি একশ এগারটি অধিভুক্ত কলেজের মতোই পরিচালিত হবে ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজ ‘
তিনি জানান ঢাবি উপাচার্য তাদের নিম্মোক্ত দাবিগুলো মেনে নিয়েছেন-
১। সাত কলেজের প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়ণ এখন থেকে নিজ নিজ কলেজে সম্পন্ন হবে, ঢাবির শিক্ষকগণ তাদের খাতা দেখবেন না ৷
২। সাত কলেজের জন্য আলাদা কোনো প্রশাসনিক ভবন নির্মাণ হবে না। রেজিস্টার ভবনে সাত কলেজের কার্যক্রম হবে না।
৩। ‘ক্রাশ প্রোগ্রাম’ নামক প্রোগ্রামে ঢাবির কোন শিক্ষক অংশগ্রহণ করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট এবং সাত কলেজের সার্টিফিকেটের আলাদাকরণে দ্রুত বৈজ্ঞানিক কৌশল অবলম্বন করা হবে।
৪। সাত কলেজের কোনো ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় ব্যবহার করতে পারবে না। তাদের কোনো আইডিকার্ড ঢাবি দিবে না