ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে রক্তদান কর্মসূচি

0
541

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে
র‍্যালী,    আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালন
করা হয়েছে। জেলা লিগ্যাল এইড এর আয়োজনে
“বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান
বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান” এই
শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী কর্মসূচীর অংশ
হিসেবে সকাল সাড়ে ৮টায় জেলা ও দায়রা জজ
আদালত প্রাঙ্গন থেকে শোভাযাত্রা     বের হয়।
নেতৃত্ব দেন জেলা ও দায়রা জজ মোঃ আবু
আহছান হাবিব ।
এসময় র‍্যালীতে অংশ নেন জেলা ও দায়রা জজ
মোঃ আবু আহছান হাবিব, যুগ্ম জেলা ও দায়রা জজ
(১ম আদালত)আব্দুল মতিন, জেলা প্রশাসক
সরোজ কুমার নাথ,অতিরিক্ত পুলিশ সুপার মিলু
মিয়া বিশ্বাস, ঝিনাইদহ সদর থানা অফিসার ইনচার্জ
মিজানুর রহমান, সহ সৃজনী ফাউন্ডেশনের সহকারী
পরিচালক সুদেব কুমার শাহা,এডমিন অফিসার
ওহিদুজ্জামান,প্রগ্রাম অফিসার এস.এম শান্তানুর
রহমান,ম্যানেজার আফসার আলী,ঝিনুক রেডিও’র
আর মামুন,ইমন হাসান,রাশেল,সিহাব আহমেদ,মাসুদ
পারভেজ,এইড ফাউন্ডেশনের ময়না খাতুন, সিও
সংস্থার সহকারী নির্বাহী পরিচালক মোঃ
তোফাজ্জেল হোসেন, এডমিন অফিসার
মাফিদুন্নেছা শিলা, পরিচালক ট্রেনিং এন্ড রিসোর্স
সরোজ কুমার দাস, প্রধান হিসাব রক্ষক বদরুল
আমীন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ
বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি  জেলা শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের
মুজিব চত্বর হয়ে একই স্থানে এসে শেষ হয়।পরে
জেলা জজ আদালতের নবগঙ্গা হলে আলোচনা ও
আদালত চত্বরে রক্তদান কর্মসূচি পালন করা
হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here