হামলাকারী সবাই শ্রীলঙ্কানঃ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

0
314

খবর ৭১ঃ শ্রীলঙ্কায় যারা ভয়াবহ সিরিজ বোমা হামলা চালিয়েছে তারা সবাই শ্রীলঙ্কান বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। বিবিসি

তিনি বলেছেন, এখন পর্যন্ত ৮ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত তাদের যে পরিচয় পাওয়া গেছে, তাতে তারা শ্রীলঙ্কার নাগরিক বলে জানা যাচ্ছে।

তবে তিনি বলেছেন, তাদের সঙ্গে বিদেশের কারও যোগাযোগ রয়েছে কি না, সে বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের কয়েকটি গির্জা ও পাঁচ তাঁরা হোটেলে দফায় দফায় বোমা হামলার ঘটনায় ৩৫ বিদেশি পর্যটকসহ অন্তত ২০৭ জন নিহত ও আরও কমপক্ষে ৪৫০ জন আহত হয়েছেন। রোববার সকালে ইস্টার সানডে উদযাপনের সময় এই সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here