নিহতদের মধ্যে বাংলাদেশি আছে কিনা খোঁজ চলছে

0
347

খবর৭১ঃ শ্রীলংকার রাজধানী কলম্বোসহ অন্যান্য এলাকার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে কয়েক দফা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩৭ জন।

শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নিহতের মধ্যে অন্তত ৯ বিদেশি নাগরিক রয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।

তবে এদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের তথ্য পাওয়া যায়নি। ঘটনার পরপরই হেল্প লাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস।

শ্রীলঙ্কায় বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, এ ঘটনায় হতাহতদের মধ্যে নয় বিদেশি নাগরিকের খবর পা্ওয়া গেলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি আছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশিদের কারও কোনো সহযোগিতার প্রয়োজন হলে বা কারও ক্ষয়ক্ষতি হয়ে থাকলে আমাদের হাইকমিশনের কর্মকর্তা মোসা. মাহমুদা (+94712406313) এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

এ দিকে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

এখন পর্যন্ত হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। হামলার শিকার তিন হোটেল এবং একটি গির্জা রাজধানীতে হলেও বাকিগুলো নিগমবো ও উত্তর কলম্বোয় অবস্থিত। এসময় হাজার হাজার লোক ইস্টারের প্রার্থনারত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here