খবর ৭১ঃ শ্রীলঙ্কায় ইস্টার সানডে’র প্রার্থণা চলাকালে তিনটি গির্জা ও বেশ কয়েকটি হোটেল বোমা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৯ জন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ শতাধিক মানুষ।
আজ রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গণমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী কলম্বো ও আশেপাশের এলাকায় চালানো হয়েছে এ জোরালো হামলা। বিস্ফোরণের লক্ষ্যবস্তু ছিলো কোচিকারে, কাটুয়াপিটিয়া, বাত্তিকালোয়া চার্চ । এছাড়া, শহরের সাংগ্রি লা, কিংসবারি এবং সিনামন গ্র্যান্ড হোটেলেও জোরালো বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশ জানিয়েছে, দ্রুত ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। স্থানীয় হাসপাতালগুলোয় ভর্তি করা হয়েছে অনেক’কে। যাদের বেশিরভাগ মানুষের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।