কুমিল্লায় স্ত্রীর অত্যাচারে স্বামীর আত্মহত্যা!

0
343

খবর ৭১: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পারিবারিক কলহের জেরে সাইফুল ইসলাম (২৮) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার রাতে উপজেলার সুন্দলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আত্মহননকারী সাইফুল ইসলামের মা ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, সাইফুল ইসলামের স্ত্রী প্রায়ই তার ওপর নির্যাতন চালাতেন। নির্যাতন থেকে রেহাই পেতে থানা-পুলিশের কাছেও অভিযোগ করেছিলেন সাইফুল। কিন্তু তেমন কোন ফল পাওয়া যায়নি।
এতে ক্ষুদ্ধ হয়ে সাইফুল বাড়ির পাশে বিষপান করেন। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সাইফুল ইসলামের স্ত্রী।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here