প্রধান খবর নুসরাতকে আপাতত সিঙ্গাপুর নেয়া যাচ্ছে না: ডা. সামন্ত লাল By Babul Khondoker - April 9, 2019 10:39 am 0 341 Share on Facebook Tweet on Twitter খবর ৭১ঃ অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাতের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় আপাতত সিঙ্গাপুর নেয়া যাচ্ছে না। অবস্থার উন্নতি হলে পরে সিদ্ধান্ত। সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক ডা. সামন্ত লাল।