যে তিন শ্রেণির মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না

0
602

খবর ৭১: রাসুল [সা.] বলেছেন, ৩ শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম।
প্রথম শ্রেণী হলো, যারা কোনো প্রকার নেশার দ্রব্য গ্রহণ করে। নেশা গ্রহণ করলে দেহ অপবিত্র হয়ে যায়। আর এই অপবিত্র দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না।

দ্বিতীয় শ্রেণী হলো, পিতা-মাতার অবাধ্য সন্তান। এই শ্রেণির মানুষও জান্নাতে যাবে না। মৃত্যু পর্যন্ত পিতা-মাতার দেখভাল করতেই হবে। পিতা-মাতাকে কোনো কারণেই ত্যাগ করা যাবে না। জান্নাত তাদের উপর হারাম।

তৃতীয় শ্রেণী হলো, দাইউস। দাইউস ব্যক্তি হলো, যে তার পরিবারে পর্দা প্রথা চালু রাখেনি। পরিবারের সদস্যদের বেপর্দা, বেহায়াপনায় সে বাধা প্রদান করেনি। দাইউস ব্যক্তি যত বড় ইবাদতকারীই হোক না কেন, রাসুল [সা.] –এর হাদিস অনুযায়ী তার জন্য জান্নাত হারাম। [মুসনাদে আহমাদ: ২/৬৯]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here