বনানীর আগুনে আহত ফায়ারম্যান সোহেলকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে

0
375

খবর৭১ঃ বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডে উদ্ধার কাজের সময় আহত ফায়ারম্যান সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (৫ এপ্রিল) রাতে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তিনি এখন সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধণ বলেন, ‘সোহেল রানার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।’
আইএসপিআর এর পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, ‘আহত সোহেল রানাকে আজ (শুক্রবার) সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে। পাসপোর্ট সংক্রান্ত একটা জটিলতা ছিল। সেটার সমাধান হয়ে গেছে।’
এদিকে সোহেল রানার পরিবার সূত্রে জানা যায়, সোহেল এখনও সংজ্ঞাহীন। এরই মধ্যে তাকে ২১ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আরও রক্ত দেওয়া প্রয়োজন। তবে সেই রক্ত তার শরীর নিতে পারছে না।
যেভাবে আহত হয়েছিলেন সোহেল রানা :
২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারের আগুন নেভাতে ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। সিনিয়র স্টেশন ম্যানেজার বজলুর রশীদের সঙ্গে ঘটনাস্থলে এসেছিলেন তিনি।
এ প্রসঙ্গে বজলুর রশীদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছেই বড় স্বয়ংক্রিয় মই (লেডার) দিয়ে ভবনে পানি দিচ্ছিলাম। লেডারে করে আটকে পড়া ব্যক্তিদের নামিয়ে আনছিলাম। সোহেল রানা একটি লেডারে ছিল। একটি লেডারে সর্বোচ্চ চার থেকে ছয় জন লোক ধরে। এর বেশি আনা যায় না। সোহেল রানা এবং আরও দুজন ফায়ারম্যান একটি লেডার নিয়ে আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করে। কিন্তু লেডারে জায়গা হচ্ছিল না। আটকে পড়াদের জায়গা করে দিতে সোহেল রানা লেডারের সিড়ি দিয়ে নিচে নেমে আসছিল। কিন্তু লেডারটি যখন স্বয়ংক্রিয়ভাবে নিচের দিকে নেমে আসছিল, তখনই হঠাৎ করে সোহেল রানার পা মইয়ের ভেতরে আটকে গিয়ে ভেঙে কয়েক ভাগ হয়ে যায়। একই সময়ে চাপ লেগে তার পেট ছিদ্র হয়। তার পেটের নাড়ি ছিদ্র হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা রানাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার পায়ে জোড়া লাগানো হয়েছে। পেটের অপারেশনও সফল হয়েছে। তবে এখনও পুরো শঙ্কামুক্ত না। চিকিৎসকরা বলেছেন— সোহেল রানা উন্নতি করছে। সময় লাগবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here