পুরষ্কারের ৫ হাজার ডলার এতিমখানায় দেওয়ার বিষয়টি তাদের শিখানো : ভাইরাল নাঈম

0
401

খবর ৭১ঃ অনলাইন টেলিভিশন চেঞ্জটিভির এক সাক্ষাতকারে বনানীর ভাইরাল বয় নাঈম বলেছেন, পুরষ্কারের ৫ হাজার ডলার এতিমখানায় দিতে চাই না। আমাদের নিজেদেরই চলতে কষ্ট হয়। আমার মা অনেক কষ্ট করে, মানুষের বাড়িতে কাজ করে আমাদের থাকা-খাওয়ার খরচ যোগায়। আমার বাবা আমাদের কোনো সহযোগীতা করে না।

প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে নাঈম বলেন, এতিমদের টাকা দেওয়ার বিষয়টি আমার নয়, তারা আমাকে শিখিয়ে দিয়েছে, আমি তখন ভুলে সেটা বলেছি। নাঈমের সঙ্গে তার মা-ও বিষয়টি স্বীকার করেছে।

প্রসঙ্গত, ইতোপূর্বে , জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বনানী ট্র্যাজেডির বীর নাঈমকে জিজ্ঞেস করেছিলেন, সাহায্যের টাকাগুলো কি নিবেন? নিলেও বা কিসে খরচ করবেন বাংলাদেশি মূল্য প্রায় পাঁচ লাখ পরিমাণ এই টাকা? জয়ের এমন প্রশ্নের উত্তরে নাঈম বলেন, সেই টাকাগুলো সে এতিমখানায় দান করে দিবেন। টাকাগুলো সে এতিমখানার অনাথ শিশুদের জন্যই দান করে দিতে চান। ছেলের এই জবাবে সায় দেন তার মা-বাবাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here