খবর৭১ঃ রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার আগুন লেগেছে গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটে।
শনিবার (৩০ মার্চ) সকাল ৬টার দিকে এই মার্কেটের কাঁচাবাজার অংশে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, সকালে আগুন লাগার খবর পাওয়ার পরই তারা এখানে ছুটে আসেন। অনেক সীমাবদ্ধতা থাকা স্বত্ত্বেও তারা সর্বোচ্চ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণের।
এদিকে আগুন লাগার ঘটনাকে ঘিরে মার্কেটের চারপাশে মালিক-কর্মচারীসহ বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করায় আগুন নির্বাপন কাজ ব্যাহত হচ্ছে বলেও জানান ফায়ার সার্ভিস কর্মীরা।
আগুন লাগার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘আপনারা জানেন এর আগেও এখানে আগুন লেগেছিল। কেন বারবার এই আগ্নিকাণ্ড হচ্ছে সেটা খতিয়ে দেখা হবে। এখন সময় এসেছে স্থায়ী সমাধান করার।’
এর আগেও ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর বনানীতে ১৭ নম্বর রোডে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে এফআর টাওয়ারে আগুন লাগে। মুহূর্তেই আগুন গোটা ভবনে ছড়িয়ে পড়ে। এতে এক শ্রীলঙ্কান নাগরিক সহ অন্তত ২৫ জনের প্রাণহানি হয়। অগ্নিদগ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও অর্ধশতাধিক লোক।