গুলশানে আগুন, লেকে পাম্প বসিয়ে নেয়া হচ্ছে পানি।

0
334

খবর ৭১ঃ রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের ভয়াবহ আগুন নেভাতে পানি নেয়া হচ্ছে গুলশান লেক থেকে। অগ্নিকাণ্ডের তিন ঘণ্টার মতো সময় পেরিয়ে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। পানি সংকট দেখা দেয়ায় গুলশান লেকে পাম্প বসিয়ে পানি নেয়া হচ্ছে। এছাড়া উৎসুক জনতা ভিড় করায় ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

শনিবার ভোরে বিপণি বিতানটির কাঁচাবাজার অংশে আগুন লাগার পর তা নেভাতে কাজ করছে অগ্নিনির্বাপক বাহিনীর ২০টির মতো ইউনিট।

সকাল নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছেন সেনাবাহিনী ও নৌবাহিনীও। তাদের সহযোগিতা করছেন সাধারণ মানুষ।

জানা গেছে, ডিএনসিসি মার্কেটের কাঁচা ও সুপার মার্কেটে মূল আগুনের সূত্রপাত হয়। পরে চারিদিকে ধোয়া ছড়িয়ে পড়ে। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচতে আশেপাশের মার্কেটের দোকানিরা তাদের মালামাল সরিয়ে নিচ্ছেন।

স্কাউট ও বিভিন্ন স্বেচ্ছাসেবীরাও আগুন নেভানোর জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। পুরো মার্কেট এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।