খবর ৭১ঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে রতন মিয়া (২২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০ টার দিকে হোবিন্দপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রতন মিয়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী গ্রামের আফজাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পাশের দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন রতন। এই হত্যা কাণ্ডে কে বা কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।