খবর৭১ঃ যানজটের কারণে থমকে আছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ফেনীর মহিপাল ওভার ব্রিজ থেকে চট্টগ্রামের দিকে সড়কে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার যানজটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ যানজটের সৃষ্টি হয়। যা এখনও অব্যাহত রয়েছে।
ভুক্তোভোগীদের কয়েকজন যুগান্তরকে জানায়, প্রায় ১ ঘন্টা ধরে একই স্থানে দাঁড়িয়ে আছে তার গাড়ি। এভাবে ঢাকাগামী শত শত প্রাইভেটকার, লরি ও অন্যান্য ভারি যানবাহন সড়কে ঠায় দাঁড়িয়ে আছে। সামনে এগোতে পারছে না।
এভাবে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষজন।জানতে চাইলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী জানায়, ওই সড়কে ‘ভিআইপি মুভমেন্ট’ আছে। সে কারণে সাময়িকভাবে সড়কে সাধারণের চলাচল বন্ধ রাখা হয়েছে।নিদিষ্ট সময় পর সড়ক খুলে দেয়া হবে। যান চলাচলও স্বাভাবিক হবে।
খবর৭১ /জি