খবর ৭১ঃ বিয়ের পর চুটিয়ে দাম্পত্য উপভোগ করেন টালিউড সেনসেশন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।তাই অভিনয় থেকে দূরে ছিলেন।এই সময়টা স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে একান্তে কাটিয়েছেন এই অভিনেত্রী।
অনেক দিন ছবিপাড়ায় না দেখায় শুভশ্রীর চলচ্চিত্র ক্যারিয়ার নিয়েই অনেকে প্রশ্ন তোলা শুরু করেছিলেন।তবে সব গুঞ্জন পেছনে ফেলে ফের অভিনয়ে ফিরছেন এই সুদর্শনী।
তাও আবার স্বামীর প্রযোজনার ছবি দিয়ে।’পরিণীতা’ নামে বহুল আলোচিত সিনেমাটির কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এই ছবিতে নায়িকা হিসেবে থাকছেন শুভশ্রী।
সোমবার হয়ে গেল ছবির শুভ মহরৎ। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভশ্রী। এই ছবিতে শুভশ্রী ছাড়াও দেখা যাবে অভিনেতা হৃত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী ও আদৃত।
জানা গেছে, প্রযোজনার পাশাপাশি এই ছবির পরিচালনাও করবেন রাজ। ছবিটির গল্প অনেক আকর্ষণীয় বলে জানা গেছে। ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সঙ্গীত পরিচালনা করবেন অর্কপ্রভ মুখোপাধ্যায়।
আগামী অাগস্টে ছবিটিকে মুক্তি দেয়ার কথা ভাবছেন রাজ।তাই ইতিমধ্যে শুটিং শুরু হয়ে গেছে পুরোদমে।