গোদাগাড়ীতে শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

0
408

আকতারুজ্জামান,গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় গোদাগাড়ী উপজেলা প্রশাসন আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির সহযোগিতায়’ মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপি।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসহাক,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অয়েজউদ্দীন বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার অশোক কুমার চৌধুরী,সাবেক কমান্ডার মনিরুজ্জামান,মনিউর রহমান, গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম, পরে দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের হাতে অতিথিবৃন্দ শুভেচ্ছা উপহার তুলে দেন। এরআগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপলক্ষে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here