খবর ৭১ঃ রুপালি চোখের তীক্ষ্ন চাহনিতে মালয়েশিয়ায় ঝড় তুলেছেন এক বাংলাদেশি শ্রমিক। ওই শ্রমিকের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
আবেদেন মাং নামের এক ব্যক্তি গত ২১ মার্চ ওই ছবিটি পোস্ট করেন। রুপালি চোখের ওই তরুণ ক্যামেরার দিকে তীক্ষ্ন চোখে তাকিয়ে আছেন। এমন ছবি সামাজিক মাধ্যম টুইটারে পোস্ট করার পর তা ভাইরাল হয়েছে।
মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত টুইটারে ওই পোস্টে ২৫ হাজার রিটুইট ও ৭০ হাজার লাইক পড়েছে। ছবিটি ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে হাজার হাজার শেয়ার হয়েছে।
মাং জানিয়েছেন, মালয়েশিয়ার জালান আইপোহ এলাকার কাছে একটি নির্মাণাধীন স্থাপনা থেকে তিনি ছবিটি তুলেছেন।
তবে ওই শ্রমিকের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
খবর ৭১/ইঃ