৪ বছরের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি ডাবল ডিজিটে পৌঁছবে: অর্থমন্ত্রী

0
497

খবর৭১ঃ আগামী ৪ বছরের মধ্যে দেশের জিডিপি প্রবৃদ্ধি ডাবল ডিজিটে পৌঁছাবে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার (২৫ মার্চ) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে সোনালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। এসময় তিনি দেশের স্বার্থে সকলকে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর খেলাপী ঋণ আদায়ে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে এলসি, ব্যাক টু ব্যাক এলসি খোলা ও দেয়া ঋণ যেন একই খাতভিত্তিক না হয় সেদিকে বিশেষ নজর দেয়ার পরামর্শ দেন তিনি।
এসময় সোনালী ব্যাংককে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন ব্যাংকটির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here