স্বাধীনতার চেতনায় ক্ষুধা-দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ব : তোফায়েল

0
365

খবর৭১ঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে ধরে রেখেই আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত শষ্য-শ্যামলা সোনার বাংলায় রুপান্তরিত করবো। মহান স্বাধীনতা দিবসে এটাই আমাদের অঙ্গীকার।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে ভোলায় স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তোফায়েল আহমেদ।

এর আগে শহরের গজনবী স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার মো, মোকতার হোসেন প্রমুখ।

দিবসটি উপলক্ষে পুলিশ, বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস, গালর্স গাইড, শিশু পরিবার, শিশু সদন, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনসমূহ এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিশু-কিশোর সামবেশে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here