খবর ৭১ঃ শনিবার সারাদেশ থেকে লন্ডনে জড়ো হন কয়েক লাখ মানুষ। এসময় প্রধানমন্ত্রী থেরেসা মে’র পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভে ১০ লাখের বেশি মানুষের জনসমাগম হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম।
পার্লামেন্ট স্কয়ারে আয়োজিত এ বিক্ষোভে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা ও ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলকারীরা।
সমাবেশে অংশ নিয়ে লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ব্রেক্সিট বাস্তবায়নে প্রধানমন্ত্রী থেরেসা মে’র বিভ্রান্তিকর পথ কার্যত ব্রেক্সিট বাস্তাবায়নকে ব্যর্থ করেছে। এখন দ্বিতীয় গণভোট ছাড়া আরো কোনো পথ খোলা নেই বলেও মনে করেন তিনি।