জুতার ভেতর ২ হাজার ইয়াবা, মাদক বিক্রেতাকে আটক

0
440

খবর৭১ঃ জুতার ভেতরে করে অভিনব কায়দায় পাচারকালে দুই হাজার পিস ইয়াবাসহ আব্দুল গফুর (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক গফুর কক্সবাজার জেলার পেকুয়া থানার রাজখালি উলুদিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান বলেন, আব্দুল গফুর কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সিরাজগঞ্জে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার জুতার ভেতরে অভিনব কায়দায় রাখা দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here