ভিকারুননিসা স্কুলের মা‌সিক বেতন ২শ’ টাকা বাড়লো‌

0
410

খবর ৭১ঃ রাজধানীর ভিকারুননিসা স্কুল শাখায় মাসিক বেতন ২শ’ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। গত ফেব্রুয়ারি মাস থেকে এ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।

নাম প্রকাশ না করার শর্তে একজন অভিভাবক জানান, শনিবার (২৩ মার্চ) দিনগত রাতে ‌প্রি‌ন্সিপালের মোবাইল নম্বর থেকে পাঠা‌নো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ক্ষুদেবার্তায় বলা হয়, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী স্কুলের বিভিন্ন খরচ মেটানোর স্বার্থে ২শ’ টাকা বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উ‌ল্লেখ্য, ‌ভিকারুন‌নিসা নূন স্কু‌ল অ্যান্ড ক‌লে‌জের প্রধান শাখা বেই‌লি রো‌ডে। এছাড়াও রাজধানীর আজিমপুর, ধানম‌ন্ডি ও বসুন্ধরায় ভিকারুন‌নিসার স্কুল শাখা র‌য়ে‌ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here