বরিশালে বাস ও মাহেন্দ্রের সংঘর্ষে ছয়জন নিহত

0
470

খবর৭১ঃ বরিশাল নগরীর গাড়িয়াপাড় এলাকায় বাস ও মাহেন্দ্রের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।শুক্রবার সকাল নয়টার দিকে গাড়িয়াপাড় সংলগ্ন মাদবপাশা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিহতেরা হলেন- নগরীর কাশীপুর এলাকার মো. খোকন (৩০) ও গণপাড়া এলাকার বাসিন্দা মাহেন্দ্র চালক মো. সোহেল (২৫), বরিশাল বিএম কলেজের গনিত বিভাগের মাস্টার্সের ছাত্রী শিলা হালদার (২৪), মাধবপাশা দূর্গাসাগর এলাকার পারভীন বেগম (৩০), বাকেরগঞ্জের মানিক সিকদার (৪০) এবং অজ্ঞাতপরিচয় এক নারী (৫০)।
নগরীর বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, যাত্রীবাহী একটি মাহেন্দ্র বরিশাল থেকে যাত্রী নিয়ে বানারীপাড়ার দিকে যাচ্ছিল। সকাল নয়টার দিকে মাহেন্দ্রটি গাড়িয়াপাড় এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা দুর্জয় পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের চালকসহ সাত যাত্রী আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here