খবর৭১ঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার। সে লক্ষ্যে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট চালু করে স্কুল সময় কমিয়ে আনা হবে।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দাবি মানা হবে, আপনাদেরও সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
শুক্রবার (২২মার্চ) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা ও মা সমাবেশে তিনি এসব কথা বলেন।
এতে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য জুয়েল আরেং, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ ফারুখ প্রমুখ।
খবর৭১ /জি