শরীয়তপুরে ১৬ তম তাঁতী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

0
318

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে তাঁতী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে শরীয়তপুরে র‌্যালী ও আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়। দুপুরে দলীয় কার্যালয়ে শরীয়তপুর জেলা তাঁতী লীগের সভাপতি মামুন হোসেন সানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন, শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন দিপু। অনুষ্ঠানের উদ্বোধন করেন, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ বাচ্চু বেপারী। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য আজিজুল হক পাহাড়, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সামিনা ইয়াসমিন। এতে অংশগ্রহণ করেন, শরীয়তপুর জেলা তাঁতী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান হিমু, সাংগঠনিক সম্পাদক এসএস সেলিম, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর মাঝি, জাজিরা উপজেলার সভাপতি শামীম মাঝি, সহ-সভাপতি সোহাগ মাদবর, সহ-সভাপতি হাসান মাদবর, সহ-সভাপতি ইদ্রিস মুন্সী, সাংগঠনিক সম্পাদক মিজান মুন্সী, প্রচার সম্পাদক মানিক ছৈয়াল প্রমূখ। পরে এ উপলক্ষ্যে শহরে আনন্দ র‌্যালী বের করা হয়। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here