খবর ৭১ঃ
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাংস্কৃতিক সম্পাদক, ‘ডিআরইউ সারেগামা গান ও রংতুলি আর্ট স্কুল’ এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রিয় ডটকমের প্রধান প্রতিবেদক সফিউল আলম রাজা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় মিরপুর সাড়ে ১১ নম্বরের বায়তুল আমান মসজিদের গলিতে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাংস্কৃতিক সম্পাদক, ‘ডিআরইউ সারেগামা গান ও রংতুলি আর্ট স্কুল’ এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রিয় ডটকমের প্রধান প্রতিবেদক সফিউল আলম রাজা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় মিরপুর সাড়ে ১১ নম্বরের বায়তুল আমান মসজিদের গলিতে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রোববার রাত সাড়ে ৯টায় ডিআরইউ চত্বরে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় অংশগ্রহণের জন্য ডিআরইউ সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
দ্বিতীয় নামাজে জানাজা শেষে কুড়িগ্রামের চিলমারি উপজেলার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সফিউল আলম রাজার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান আজ এক বিবৃতিতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি