মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

0
403

মোঃ রাসেল মিয়া , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিবস উদ্যাপন করে। এছাড়া শিশু সমাবেশ, আলোচনা সভা, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে মুরাদনগর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়মের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রায়হান মেহবুব, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম, বাাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহম্মদ ও সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলীনূর বশির, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, শিক্ষা অফিসার শাহ মো: ইকবাল মনসুর, পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, কুড়াখাল-কুড়–ন্ডি দাখিল মাদ্রাসার সুপার মাও: জসিম উদ্দিন, গাইটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলারানী সাহা প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: কামরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ-২ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ব্যাবস্থাপক হাবীবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, ভারপ্রাপ্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার মিজানুর রহমান, সমভায় অফিসারদেবেশ কুমার সিংহ, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, ডি,আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান, সহকারি শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রী সাধারন সম্পাদক গাজী উল হক চৌধুরী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরা আক্তার খানম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here