ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে ক্লাস বর্জনের ঘোষণা অরণির

0
357

খবর৭১ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের পুনর্নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আগামীকাল সোমবার ক্লাস বর্জন ও উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র জোটের ভিপি পদের প্রার্থী অরণি সেমন্তি খান।

রবিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন। এ সময় তাদের প্যানেলের জিএস প্রার্থী আসিফুর রহমান, উম্মে হাবিবা বেনজির প্রমুখ উপস্থিত।

স্বতন্ত্র জোটের ঘোষিত পাঁচটি দাবি হলো বিতর্কিত ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল ঘোষণা, ব্যর্থ ভিসির পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার।

এর আগে, দুপুরে সংবাদ সম্মেলন করে বামজোটের ভিপি প্রার্থী ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীও আগামীকাল সোমবার ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্য কার্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলেন। পরে পুনরায় নির্বাচনের দাবি তোলেন ভিপি নুরের প্যানেল। এ সময় ভিপি নুরুল হক বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি একমত।

সাধারণ শিক্ষার্থীরা চাইলে আমি দায়িত্বগ্রহণ করব। না চাইলে করব না।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here