খবর ৭১ঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মো. শাহাব উদ্দিন দলের সকল পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেছেন। আজ শনিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর তিনি পদত্যাগ পত্র দেন।
পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, আমি মোহাম্মদ শাহাব উদ্দিন দীর্ঘদিন যাবত দলের সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছি। একইসঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া সকল দায়িত্বও সঠিকভাবে পালন করেছি। আমাকে এ ধরণের দায়িত্ব দেয়ার জন্য চেয়ারপারসনসহ দলের সকল নেতার প্রতি আমি কৃতজ্ঞ। বর্তমানে শারিরীক ও পারিবারিক কারণে আমার পক্ষে আর এই দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আমাকে দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য অনুরোধ করছি। আজ থেকে সকল পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি কার্যকর বলে বিবেচিত হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবরে দেয়া এ চিঠির কপি দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে দেয়া হয়েছে বলে জানা গেছে।।