মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার একটি ডুবা থেকে পঞ্চার্ধ্বো এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গতকাল শুক্রবার বিকেলে দিকে সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান ও এসআই শাহিদ মিয়া ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। তবে লাশের মাথায় টুপি, ডান হাতের আগুলে ৩টি আংটি পাওয়া যায়। এছাড়া সাইকেল গেঞ্জি ও চেক শার্ট গায়ে রয়েছে। তবে ওই ব্যক্তি অর্ধ উলঙ্গ ছিল। ওসি জিয়াউর রহমান জানান, গতকাল ওই সময় স্থানীয় লোকজন থানায় সংবাদ দেয় ওই এলাকার অবসর প্রাপ্ত সেনা সদস্য ইউনুছ আলীর পাশ্ববর্তী ডুবায় একটি লাশ পড়ে রয়েছে এবং এ লাশের দুর্গন্ধে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। তবে মৃত্যু কারণ জানতে চাইলে তিনি কোন মন্তব্য না করে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বলে জানান। লাশটি পানিতে পচে ফুলে গেছে। হয়তোব ৬/৭ দিন আগের লাশ হবে এটা। তবে স্থানীয় ডোমকে না পেয়ে অস্থায়ী ডোমকে দিয়ে লাশ তুলে হাসপাতালে নিয়ে আসে। শনিবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হবে। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি।