খবর ৭১ঃ সোমবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে রোকেয়া হলে ঘটে যাওয়া অনিয়মের জেরে হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে ওই হলের ছাত্রীরা। মঙ্গলবার রাত থেকে এই বিক্ষোভ শুরু করেছে তারা।
হলসূত্রে জানা যায়, রোকেয়া হলের প্রাধ্যক্ষ ড. জিনাত হুদার পদত্যাগ ও হল সংসদে নতুন করে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য আন্দোলন করছে হলের মেয়েরা। ছাত্রলীগ প্যানেলের প্রার্থী ছাড়া অন্যান্য সব সংগঠনের প্রার্থীদের এই আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা গেছে।
তারা বলেছেন, প্রাধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত হল অফিসের সামনে অবস্থান করবে। হলের অফিসের সামনে হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার ফারহানা ফেরদৌসীসহ কয়েকজন আবাসিক শিক্ষকদের দেখা গেছে। আন্দোলনরত ছাত্রীরা এখন হলের ভেতরে মূল গেটের সামনে অবস্থান করছে।
গেটের বাহিরে সহকারী প্রক্টর সীমা আকতারসহ প্রকটরিয়াল টিমের সদস্যদের দেখা গেছে।