লালমনিরহাটে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

0
360

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট :লালমনিরহাটে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা গুলিবিদ্ধ লালমনিরহাট সদর উপজেলায় বন্দুকযুদ্ধে মাজহারুল ইসলাম মামুন (৩৫) নামক এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম। আহত মাদক বিক্রেতা মাজহারুল ইসলাম মামুন কুড়িগ্রামের রৌমারী টিএনটি পাড়া এলাকার মৃত নুর ইসলামের ছেলে।
ওসি মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার দুপুরে ১ হাজার পিস ইয়াবাসহ মাজহারুলকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমত তাকে সাথে নিয়ে সোমবার মধ্যরাতে সদর উপজেলার তিস্তা এলাকায় বড় চালানের জন্য অভিযান চালানো হয়।
এ সময় মাজহারুলের সহযোগিরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ এক রাউন্ড রাবার বুলেট ছুড়লে মাজহারুলের বাম পায়ে লেগে আহত হয়। পরে আহত মাজহারুলকে গ্রেফতার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সদর থানার উপ পরিদর্শক (এসআই) মইনুল হক ও কনস্টবল নিমাই চন্দ্র মাদক বিক্রেতাদের হামলায় আহত হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাজহারুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here