উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ফুলের শুভেচ্ছায় সিক্ত

0
364

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাটঃ লালমনিরহাট সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান সুজন-কে ফুলের শুভেচ্ছায় সিক্ত করা হয়েছে। সোমবার (১২মার্চ) রাতে লালমনিরহাট মিশন মোড় সার্কিট হাউজ সংলগ্ন রোডস্থ “শিবরাম আদর্শ পাবলিক স্কুল” এর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ওই সময় উপস্থিত ছিলেন, “শিবরাম আদর্শ পাবলিক স্কুল” পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ, সাংবাদিক আসাদুল ইসলাম সবুজ, আশরাফুল হক ও শফিয়ার রহমান প্রমূখ। এছাড়াও ১০মার্চ রাত থেকে ১২ মার্চ পর্যন্ত জেলা ও উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা ফুলের মাল্য ও তোরণ দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য (১০ মার্চ) উপজেলা পরিষদ নির্বাচনের ৩০ হাজার ৫৬৮ ভোট পেয়ে বে-সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) কামরুজ্জামান সুজন (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নজরুল হক পাটোয়ারী ভোলা (নৌকা প্রতীক) পেয়েছেন ২৩ হাজার ২৮ ভোট।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here