মঈনুল হাসান রতন ,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বালুছড়া নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।জানা যায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বালুছড়া এলাকার রাবার বাগান ও চা বাগানের মধ্যেবর্তী স্থানের একটি নিচু জমিতে একটি লাশ পরে থাকতে থেকে বাগান শ্রমিকরা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বাহুবল থানায় নিয়ে আসে।বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক আলী লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তার পরিচয় জানার চেষ্টা চলছে,হয়ত কেউ তাকে মেরে এখানে ফেলে রেখে গেছে।
খবর৭১/এসঃ