খবর ৭১ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সাধারণ ছাত্র অধিকার পরিষদ প্যানেল থেকে নির্বাচিত ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। নূরসহ কোটা সংস্কার আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১টা ৪৫ মিনিটে এ হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের সদস্য আতাউল্লাহ বলেন, নুরসহ আমরা বেশ কয়েকজন ছাত্রলীগের হামলায় আহত হয়েছি। সবাই এখন আতংকে আছি, অনেক ভয়ে আছি।