গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে দুই মেয়েসহ পুড়ে মরল মা

0
523

খবর ৭১ঃ ভারতের দিল্লিতে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই মেয়েসহ অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন রঞ্জনা মিশ্র (৩৫) নামে এক গৃহবধূ।

স্ত্রী রঞ্জনা মিশ্র ও তিন মেয়েকে নিয়ে গত রোববার অক্ষরধাম মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছিলেন উপেন্দ্র মিশ্র। খবর এনডিটিভির।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব দিল্লিতে অক্ষরধাম ফ্লাইওভারে উঠার পর তাদের সিএনজি গাড়িটির গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন ধরে যায়।

এ সময় গাড়ির পেছনের সিটে বসা মা ওই দুই মেয়ে জীবন্ত দগ্ধ হয়ে মারা যান।

পুলিশ জানায়, চালকের পাশে থাকা উপেন্দ্র মিশ্র সামনের বসা আরেক মেয়েকে নিয়ে আগুন ছড়িয়ে পড়ার পর দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

নিহতরা হলেন- রঞ্জনা মিশ্র ও তার কন্যা রিধী ও নিক্কি। তাদের দেহ পুড়ে কয়লা হয়ে যাওয়ায় কোনটা কার লাশ তা শনাক্ত করা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here