গুলিস্তানে হকারদের ঝটিকা মিছিল

0
314

খবর৭১ঃরাজধানীর গুলিস্তানে রোববার দুপুরে হকাররা উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে ঝটিকা মিছিল করেছেন।

গুলিস্তান আন্ডারপাসের সামনে থেকে বেলা পৌনে ১২টার দিকে হঠাৎ একদল হকার ‘দুনিয়ার মজদুর, এক হও হও’ স্লোগানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন।

এ হকাররা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে গুলিস্তানের সড়কে মিছিল করতে থাকেন।

এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে উদ্দেশ্য করে বলেন, আমাদের পূনর্বাসন করে তারপর উচ্ছেদ করুন।

কথায় কথায় হকার উচ্ছেদ চলবে না, চলবে না বলেও হকাররা স্লোগান দেন। পরে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

গুলিস্তান আহাদ পুলিশবক্সের এসআই ওবায়দুর রহমান বলেন, পুলিশ যাওয়ার আগেই হকাররা রাস্তা ছেড়ে পালিয়েছে। পরে তারা প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করেছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here