খবর৭১ঃভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
রবিবার (৩ ফেব্রুয়ারি ) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
এর আগে গত বছরের ৩১ জুলাই এই দুই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পেলেও অন্য মামলায় খালেদা জিয়া এখন কারাগারে রয়েছেন। আদালতকে এ তথ্য জানিয়ে অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।খালেদা জিয়ার আরেক আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এই তথ্য জানান
খবর৭১/জি