খবর৭১ঃআগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনারের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার সুযোগ সংক্রান্ত বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এ প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন শনিবার ডয়চে ভেলেকে বলেন, সিইসি হয়তো ইভিএম-এর বৈধতার জন্য আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার কথা বলেছেন। কিন্তু এখন প্রশ্ন উঠেছে আগের নির্বাচনে এরকম হয়েছে কিনা। কারণ গত জাতীয় সংসদ নির্বাচনে আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা নিয়ে অভিযোগ এবং ব্যাপক আলোচনা হয়েছে। তবে এই বিষয়টি তদন্তের মাধ্যমে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া প্রয়োজন।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের কাজ হলো এটা নিয়ে তদন্ত করা। তারা তো আর পরের জাতীয় সংসদ নির্বাচনের সময় থাকবেন না। তাদের এই তদন্ত প্রতিবেদন ধরে তখন যারা নির্বাচন পরিচালনা করবেন, তারা ব্যবস্থা নিতে পারবেন। আর যদি তদন্তে আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ প্রমাণ হয় তাহলে, আইন ও সংবিধান অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
খবর৭১/জি